স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ ডিসেম্বর।। ১১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় রাজ্যের সংবাদমাধ্যমকে দেখে নেওয়ার হুমকির পর সংবাদমাধ্যমের উপর আক্রমণের ঘটনা বৃহৎ আকার ধারণ করে চলেছে। এ পর্যন্ত রাজ্যে সংবাদিক আক্রান্তের ১৯ টি ঘটনা ঘটেছে। রবিবারও খয়েরপুর স্থানীয় শাসক দলের দুষ্কৃতিদের দ্বারা আক্রান্তের শিকার হয়েছেন স্যন্দন পত্রিকার মুখ্য চিত্র সাংবাদিক প্রণগোপাল আচার্য সহ আরো দুই চিত্র সাংবাদিক।
এ ধরনের ঘটনার বিরুদ্ধে যাতে পুলিশ আইনত ভাবে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে এবং রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে সোমবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের নয়জনের একটি প্রতিনিধিদল রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদবের কাছে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনের পর অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সভাপতি সুবল কুমার দে জানিয়েছেন সাংবাদিকদের নিরাপত্তা এবং সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে।
বিষয়টি রাজ্য পুলিশ গুরুত্বের সাথে দেখবে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘটনা চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চললেও পুলিশ এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। পুলিশ আক্রান্তকারি দুষ্কৃতিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। পুলিশের ব্যর্থতা নিয়ে জনমনে উঠছে প্রশ্ন।