নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিতে সাধারণ পোশাকে অনুপ্রবেশ করল চিনের সেনা

অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। ফের একবার লাদাখে অনুপ্রবেশ করল লালফৌজ। তবে এবার কৌশলে। ভারতীয় নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিতে চিনের সেনা রবিবার সাধারণ মানুষের পোশাকে লাদাখের ছাংটাং গ্রামে ঢুকে পড়ে। শুধু অনুপ্রবেশ করাই নয়, ওই এলাকায় সে সময়ে যারা পশু ছড়াচ্ছিলেন তাদের বাধা দেয়। স্থানীয়রা বিষয়টি নিয়ে হইচই করলে ছুটে আসে আইটিবিপি জওয়ানরা। শেষ পর্যন্ত জওয়ানদের কাছ থেকে প্রবল বাধা পেয়ে লাল ফৌজের ওই দলটি নিজেদের সীমানায় ফিরে যায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ফের সীমান্তে চড়েছে উত্তেজনার পারদ।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, রবিবার দু’টি গাড়িতে বেশ কিছু যন্ত্রপাতি নিয়ে লাদাখের ১৪০ কিলোমিটার ভিতরে রিপা উপত্যকায় ঢুকে পড়ে লাল ফৌজ। যদিও রিপা উপত্যকা সম্পূর্ণ ভারতের অংশ। কিন্তু বিনা অনুমতিতেই সেখানে ঢুকে পরে চিনের সেনা। ভারতীয় জওয়ানদের চোখকে ফাঁকি দিতে লাল ফৌজ অবশ্য চিরাচরিত সেনা পোশাকে ভারতে প্রবেশ করেনি। তারা সাধারণ মানুষের পোশাকে ঢুকে পড়ে। সেখানে উপস্থিত পশুপালকদের তারা বাধা দেয়। ওই পশুপালকরাই একজোট হয়ে চিৎকার-চেঁচামেচি করলে ঘটনাস্থলে পৌঁছন আইটিবিপি জওয়ানরা।

জওয়ানদের প্রবল বাধায় শেষ পর্যন্ত কিছুক্ষণের মধ্যেই লাল ফৌজ নিজেদের সীমানায় ফিরে যায়। ঘটনার জেরে ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি, বিদেশমন্ত্রকের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে লালফৌজের অনুপ্রবেশের এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, লাল ফৌজের সদস্যদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি চলছে স্থানীয় পশুপালকদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?