অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। প্রশান্ত কিশোরের সঙ্গে তীব্র বাকযুদ্ধ শুরু হল বিজেপির। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দু’দিনের বাংলা সফরের পর সোমবার সকালে প্রথম টুইট করেন প্রশান্ত। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি দুই অঙ্কের সংখ্যা পার হতে রীতিমত হিমশিম খাবে। বিজেপি যদি তার চেয়ে ভাল ফল করে তবে তিনি কাজ ছেড়ে চলে যাবেন। সোমবার সকালে ওই টুইট দেখার পর পাল্টা বক্তব্য রাখেন বিজেপি নেতা অরবিন্দ মেনন।
বিজেপির সর্বভারতীয় সচিব মেনন পাল্টা টুইট করেন, প্রশান্তকে বিদায়ের জন্য আগাম শুভেচ্ছা রইল। অনুমানের ভিত্তিতে বিজেপি চলে না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দল যাবতীয় সিধান্ত নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন বাংলায় আমরা ২০০ টি আসন পাব। আর বাস্তবে সেটাই হবে। নির্বাচনের পর এ রাজ্যে আইসোলেশন এ চলে যেতে হবে দিদিকে। মেননের এই বক্তব্যে এটা পরিষ্কার যে, তাঁরা প্রশান্ত কিশোরের মন্তব্যকে আদৌ ধর্তব্যের মধ্যে আনছেন না। পাশাপাশি তৃণমূলের উপর চাপ বাড়াতে তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে।
উল্লেখ্য, নির্বাচন বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ ক্রমেই বাড়ছে। দলের অভিজ্ঞ নেতারা কর্পোরেট রাজনীতি করতে নারাজ। এ নিয়ে ইতিমধ্যেই একাধিক নেতা দলের সুপ্রিমোর কাছে তাঁদের আপত্তির কথা জানিয়েছেন। এমনকি অনেক নেতা মন্ত্রী ইতিমধ্যেই পিকের উপস্থিতি মানতে না পেরে দল ছেড়েছেন। রাজনৈতিক মহল মনে করছে, পিকের উপস্থিতির কারণেই শুভেন্দুর দল ছাড়ার বিষয়টি ত্বরান্বিত হয়েছে। আর এই পরিস্থিতিতে বাংলা দখলের জন্য সর্বতোভাবে ঝাঁপিয়েছে গেরুয়া দল। এরই মধ্যে এদিন সকালে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বসেন পিকে। বেলা বাড়তেই বিজেপি পিকেকে তার পাল্টা জবাব দিয়েছে ।