প্রকল্পের সুুবিধা সমাজের অন্তিম মানুষের কাছে পৌঁছে দিতে হবে

স্টাফ রিপোর্টার, কমলপুর, ২১ ডিসেম্বর।। কমলপুরের নোয়াগাঁও-এ প্রাণী উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের আজ দ্বারোদঘাটন করেন প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সান্তনা চাকমা৷ অনুষ্ঠানে সংকর প্রজাতির উন্নত গাভী ও বাছুরের প্রদর্শনী এবং প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়৷ প্রাণী উপস্বাস্থ্য কেন্দ্রের দ্বারোদঘাটন করে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সান্তনা চাকমা বলেন, জনগণের আর্থিক শ্রীবৃদ্ধি ও রোজগার বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কাজ করছে৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প ও যোজনা রাজ্যের বিকাশে সহায়ক ভূমিকা নিচ্ছে৷

এই সকল প্রকল্পের সুুবিধা সমাজের অন্তিম মানুষের কাছে পৌঁছে দিতে হবে৷ অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকশ মন্ত্রী সরকারি প্রকল্পের সুুবিধা গ্রহণ করে স্বনির্ভর হতে এবং রাজ্যকেও আত্মনির্ভর করে তোলার জন্য আহ্বান জানান৷ তিনি বলেন, বর্তমানে রাজ্যে ২৯ কোটি ৫০ লক্ষ ডিম উৎপাদন হচ্ছে৷ তারপরেও আরও ১৪ কোটি ডিমের ঘাটতি থাকছে৷ সেই ঘাটতি পূরণে প্রাণীসম্পদ বিকাশ দপ্তর হাঁস ও মোরগ পালনে সহায়তা দিচ্ছে৷

কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও সম্পর্কে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বলেন, পূর্বে রাজ্যের শুধু দক্ষিণ জেলায় এই প্রকল্প চালু থাকলেও বর্তমানে আটটি জেলায় রাজ্য সরকারের ত্রিপুরা বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প চালু করা হয়েছে৷ মেয়েরা যাতে সমাজে আর পিছিয়ে না থাকে এই জন্য সরকারের এই উদ্যোগ বলে জানান তিনি৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, জনগণের জীবনমান উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর৷ এইজন্য রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের লজিস্টিক হাব বানানোর উদ্যোগ নিয়ে কাজ চলছে৷

জলপথে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে৷ তিনি বলেন, রেশনিং ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, সহকারি সভাধিপতি অনাদি সরকার, দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের অধিকর্তা ডা. কে শশিকুমার প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াগাঁও পঞ্চায়েতের প্রধান পবিত্র দাস৷ স্বাগত বক্তব্যে দপ্তরের ধলাই জেলা কার্যালয়ের উপধিকর্তা ডা. বিধুভূষণ দাস জানান, প্রাণী উপস্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ লক্ষ ১৬ হাজার টাকা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?