অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। অ্যাডিলেডে লজ্জার হারের পরে বাইরে চলে এসেছে ভারতীয় দলের কোচিং স্টাফের ভূমিকার প্রসঙ্গও। বিশেষ করে, দলের হেড কোচ রবি শাস্ত্রীর ভূমিকা কী, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্ষুদ্ধ ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন, অবিলম্বে শাস্ত্রীকে সরিয়ে দিয়ে নতুন কোচ নিয়োগ করা হোক।ভারতীয় দলের মাত্রাতিরিক্ত পানাসক্তি নতুন কোনও ঘটনা নয় ক্রিকেটমহলে।
কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হয়েছে অ্যাডিলেডে প্রথম টেস্ট শুরুর আগেই। যখন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল ফাঁস করে দেন, পানের ঘোরে ভারতীয় দলের হেড কোচ তাঁকে জানিয়ে ফেলেন, দলের তৃতীয় পেসার হিসেবে কে খেলবেন, সেটা তাঁর মাথায় আসছে না। তার পরেই আড়াই দিনে ভারতের লজ্জার হার। মাত্র ৩৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যাওয়ার পরে নেটিজেনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন শাস্ত্রীর ভূমিকা নিয়ে। জনৈক ভক্ত টুইট করেছেন, “হাতে তো এখন অনেক সময়।
তা হলে কি আমাদের দলের হেড কোচ সারাদিন ধরে মদ্যপানে ডুবে থাকবেন!” আর এক নেটিজেন টুইট করেন, “বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে অনুরোধ থাকবে, ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে হলে এখনই শাস্ত্রীকে সরিয়ে নতুন কাউকে কোচ হিসেবে নিয়োগ করুন। না হলে এই সিরিজের ফল হতে পার ০-৪!” পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয় বাদ দিলে কোচ হিসেবে শাস্ত্রীর কোনও সাফল্যই নেই।
ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে বিশ্রীভাবে টেস্ট সিরিজে হেরেছে ভারত। গত বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে দলকে। এই অবস্থায় বছরে কোটি টাকারও উপরে বেতন দিয়ে তা হলে কেন শাস্ত্রীকে বয়ে বেড়াতে হবে? প্রশ্ন উঠেছে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়েও। গত বছরের অগস্ট মাসে রাঠোর দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ যোগ দেন। তার পরে টেস্ট সিরিজে ছয়টি ইনিংসে ভারতীয় দল ২৫০ রানের গণ্ডি পেরোতে পারেনি। পাশাপাশি ব্যাটসম্যানদের কোথায় ভুল হচ্ছে, সে সম্পর্কে ক্রিকেটারদের সঙ্গে রাঠোর আদৌ কোনও আলোচনা করেছেন কি না, তা কারও কাছেই স্পষ্ট নয়।
অনেকেই বলছেন, সেটাই যদি হত, তা হলে পৃথ্বী শ-এর মতো ক্রিকেটার দলে সুযোগ পেতেন না, যেখানে কে এল রাহুল, শুভমন গিলের মতো ফর্মে থাকা ক্রিকেটাররা বসে রয়েছেন। সব মিলিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে অদৃশ্য রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে ক্রমাগত সমালোচনার পাঞ্চে কোণঠাসা হয়ে পড়েছেন হেড কোচ অ্যান্ড কোম্পানি। এ বার দেখার, সৌরভ পরিচালিত বোর্জ এই ব্যাপারে কোনও পদক্ষেপ করে কি না।