সংক্রমণ রুখতে সমস্ত আন্তর্জাতিক উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি সৌদি আরবের

অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। করোনার সংক্রমণ রুখতে সমস্ত আন্তর্জাতিক উড়ানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। চলতি বছরের শুরু থেকেই গোটা বিশ্বে করোনার সংক্রমণ ছড়িয়েছে। ক্রমশই মহামারীর আকার নিয়েছে করোনা। এরই মধ্যে ব্রিটেনে করোনার নতুন এক ভাইরাসের দেখা মিলেছে। যা বর্তমান ভাইরাসের থেকে ৭০ শতাংশেরও বেশি সংক্রামক। স্বাভাবিকভাবেই  ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা বহুগুণ বেড়ে গিয়েছে।

এই ভাইরাসের হদিশ মেলায় গোটা বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সেই পরিস্থিতিতে সমস্ত আন্তর্জাতিক উড়ানের উপর নিষেধাজ্ঞা আরোপ করল সৌদি প্রশাসন। সৌদি আরবের মতো আর এক দেশ তুরস্কও আন্তর্জাতিক উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ডেনমার্ক, ব্রিটেন, নেদারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমস্ত উড়ান বাতিল করেছে এই দেশ। আরও বেশ কিছু দেশ ব্রিটেনের সঙ্গে উড়ান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এই সমস্ত দেশগুলি হল ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, ইজরায়েল, নেদারল্যান্ডস প্রভৃতি। আমেরিকা অবশ্য জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেই তারা সিদ্ধান্ত নেবে। করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেন ইতিমধ্যেই গোটা ব্রিটেনে দ্রুত ছড়িয়ে পড়েছে। যে কারণে বরিস জনসন সরকার সে দেশে নতুন করে লকডাউন ঘোষণা করেছে। সোমবার সৌদি প্রশাসন জানিয়েছে, আপাতত সমস্ত আন্তর্জাতিক উড়ানের ওপর আগামী এক সপ্তাহ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরবর্তীকালে পরিস্থিতির উন্নতি হলে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

কিন্তু যদি পরিস্থিতির উন্নয়ন না হয় তাহলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে। একই সঙ্গে সৌদি প্রশাসন এক নির্দেশে জানিয়েছে, ইতিমধ্যেই ব্রিটেন-সহ অন্যান্য যে সমস্ত দেশে নতুন করে ভাইরাস এই ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে সেখান থেকে আসা সকলকেই দু’সপ্তাহ সেল্ফ আইসোলেশনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে। শেষ তিন মাসে ওই সমস্ত দেশে যারা গিয়েছেন তাদের করোনা পরীক্ষা করতে হবে। আকাশপথ ছাড়াও স্থলপথ ও জলপথে দেশের সীমানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?