‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ হাতে রোনালদো

অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। ২০২০ সালের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ বুঝে পেলেন জুভেন্তাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ২৮ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের সাফল্যময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ক্লাব নামের একটি সংগঠন প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে। প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতলেন রোনালদো। ৩৫ বছর বয়সী রোনালদো এই পুরস্কার প্রাপ্তি গত ১ ডিসেম্বরই নিশ্চিত করা হয়েছিল। তবে রোনালদো ট্রফিটি হাতে পেয়েছেন রবিবার। ট্রফি হাতে টুইটার, ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে রোনালদো উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তাকে ভোট দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন। ‘গোল্ডেন ফুট পুরস্কার জিতে এবং মোনাকোর চ্যাম্পিয়ন প্রোমেনাদে সর্বকালের কিছু সেরা ফুটবলারের সঙ্গে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেওয়ার জন্য বিশ্বজুড়ে সব ভক্তকে ধন্যবাদ। ’১৮তম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন রোনালদো। ২০০৩ সালে চালু হওয়া পুরস্কারটি প্রথম পেয়েছিলেন সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড রবের্তো ব্যাজ্জিও।

সাংবাদিকদের একটি প্যানেল প্রথমে ১০ জন খেলোয়াড়কে মনোনীত করেন। এরপর অনলাইনে ভোটের মাধ্যমে নির্বাচিত হন বিজয়ী। এই বছর রোনালদোর সঙ্গে মনোনীত হয়েছিলেন লিওনেল মেসি, রবার্ট লেভানডোস্কি, নেইমার, সার্জিও আগুয়েরো, আর্জিও রামোস, মোহামেদ সালাহ, জেরার্ড পিকে, জর্জো কিয়েল্লিনি ও আর্তুরো ভিদাল। বার্সেলোনা ফরোয়ার্ড মেসির এখনো এই পুরস্কার জেতা হয়নি। কাতালান ক্লাবটির একমাত্র খেলোয়াড় হিসেবে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা।

এখন পর্যন্ত গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড বিজয়ীরা-
রবার্তো ব্যাজ্জিও (২০০৩), পাভেল নেভদেদ (২০০৪), আন্দ্রি শেভচেঙ্কো (২০০৫), রোনাল্ডো নাজারিও (২০০৬), আলেহান্দ্রো ডেল পিয়েরো (২০০৭), রবার্তো কার্লোস (২০০৮), রোনালদিনহো (২০০৯), ফ্রান্সেকো টট্টি (২০১০), রায়ান গিগস (২০১১), জ্লাতান ইব্রাহিমোভিচ (২০১২), দিদিয়ের দ্রগবা (২০১৩), আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪), স্যামুয়েল ইতো (২০১৫), জিয়ানলুইজি বুফন (২০১৬), ইকার ক্যাসিয়াস (২০১৭), এডিনসন কাভানি (২০১৮), লুকা মড্রিচ (২০১৯), ক্রিস্তিয়ানো রোনালদো (২০২০)।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?