অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। প্রতিবেশী দেশগুলো থেকে গত কয়েক মাস সংক্রমণ এড়াতে পারলেও থাইল্যান্ডে করোনা পরিস্থিতি অবনতি হয়েছে। বিবিসি জানায়, একটি সি ফুড মার্কেট থেকে কয়েক করোনা রোগী শনাক্ত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে। সংক্রমণ এড়াতে কয়েক লাখ মানুষকে করোনা পরীক্ষা করানো হচ্ছে। রাজধানী ব্যাংককের কাছে উপকূলীয় প্রদেশ সামুত সাখোনে লকডাউন আরোপ করা হয়েছে। প্রদেশটির মাহাছাই সি ফুড মার্কেট থেকে নতুন করে করোনা ছড়ায়।
থাইল্যান্ডের বিলিয়ন বিলিয়ন ডলারের সি ফুড ইন্ডাস্ট্রির অন্যতম কেন্দ্র এই মার্কেট। সেখানকার অধিকাংশ কর্মী অভিবাসী এবং মিয়ানমারের নাগরিক। এসব শ্রমিকদের ঘরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। করোনার শুরু থেকে চীনের বাইরে প্রথম সংক্রমণ ধরা পড়ে থাইল্যান্ডে। তবে কঠোর ব্যবস্থা নেওয়ায় মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় দেশটি। নতুন করে সংক্রমণের আগে থাইল্যান্ডে মাত্র ৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এর মধ্যে মারা যান ৬০ জন। থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ৬৭ বছর বয়সী এক থাই নারী বিক্রেতার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর আরও চারজন আক্রান্ত। রবিবারের মধ্যে সেই সংখ্যা এক লাফে দাঁড়ায় ৬৮৯ জনে, যাদের অধিকাংশই মিয়ানমারের অভিবাসী কর্মী। আক্রান্ত ওই নারীর বিদেশে আসা যাওয়ার কোনো ইতিহাস নেই। ধারণা করা হচ্ছে, অভিবাসী কর্মীদের থেকে নতুন করে করোনা ছড়িয়েছে। রবিবার করোনা পরীক্ষার জন্য মার্কেটে দীর্ঘ লাইন দেখা যায়।
যাদের অধিকাংশই মিয়ানমারের অভিবাসী কর্মী, অল্প কিছু থাই নাগরিকও ছিলেন।
পরদিন ফলাফলে আরও ৩৬০ অভিবাসী কর্মীদের করোনা পজিটিভ আসে। এমন পরিস্থিতিতে মার্কেটের সব কর্মীদের ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কাছে খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।