অধিনায়ক বাবর আজমের সার্ভিস প্রথম টেস্টেও পাচ্ছে না পাকিস্তান

অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই। অধিনায়ক বাবর আজমের সার্ভিস প্রথম টেস্টেও পাচ্ছে না পাকিস্তান। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বক্সিং-ডে টেস্টের জন্য বাবরকে বাইরে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। চোটের কারণে যে দলে নেই ইমাম-উল-হকও। বাবর-ইমাম, দুজনই আঙুলের চোটে ভুগছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বাবর ও বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান ইমাম। কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হওয়ার কথা ছিল বাবরের। কিন্তু সেটি দীর্ঘায়িত হচ্ছে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান।

বাবর-ইমামের প্রথম টেস্টে না থাকা নিয়ে প্রধান কোচ মিসবাহ-উল হক বলেন, ‘প্রথম টেস্ট শুরু হওয়ার দুই সপ্তাহ আগে ইনজুরিতে আক্রান্ত হলেও এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি বাবর। ইমামও প্রথম টেস্টের আগে সুস্থ হতে পারবেন না বলে দলের চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। তবে দ্বিতীয় টেস্টে তাদের পাওয়ার ব্যাপারে আশাবাদী। ’ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২ জানুয়ারি, ক্রাইস্টচার্চে।

প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে নতুন মুখ ২৪ বছর বয়সী ইমরান বাট। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন ফাহিম আশরাফ। পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছিলেন তিনি। আর করোনাভাইরাসের কারণে সর্বশেষ ইংল্যান্ড সফর থেকে সরে দাঁড়ানো হারিস সোহেল দলে ফিরেছেন।

প্রথম টেস্টে পাকিস্তান দল- মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান এবং ইয়াসির শাহ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?