মধ্যপ্রদেশে বিজেপি নেতাকেই দলের মহাসচিব করল কংগ্রেস

অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। চাঞ্চল্যকর কান্ড মধ্যপ্রদেশ কংগ্রেসে। এই মুহূর্তে দলে কোন নেতা রয়েছেন, আর কে নেই সেটা জানে না কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ঘটনার জেরে এক বিজেপি নেতাকেই প্রদেশ যুব কংগ্রেসের মহাসচিব পদে নির্বাচিত করল মধ্যপ্রদেশ কংগ্রেস। চলতি বছরের শুরুতেই একাধিক কংগ্রেস নেতা ও বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে এই মুহূর্তে কোন নেতা দলে আছেন, আর কে নেই সেটাই কংগ্রেস যেন ভুলে গিয়েছে।

এই কারণেই বিজেপি নেতাকে দলের মহাসচিব পদে নিয়োগ করল কংগ্রেস। আট মাস আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দল ছেড়েছিলেন হর্ষিত সিং। কিন্তু কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীদের নির্বাচনে সেই হর্ষিতকেই মহাসচিব পদে নির্বাচিত করেন দলের অন্য সদস্যরা। গত সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জব্বলপুরের নেতা হর্ষিতকে যুব কংগ্রেসের মহাসচিব নির্বাচিত করা হয়।

এই ঘটনায় কংগ্রেসের দৈন্যদশা আরও একবার প্রকাশ্যে এল। রাজনৈতিক মহল মনে করছে, এই মুহূর্তে রাজ্যে কংগ্রেস নেতৃত্বহীনতায় ভুগছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেবার মত কোনও নেতা নেই রাজ্যে। এমনকি, দলের পরিস্থিতি এতটাই খারাপ যে, দলে কে আছেন আর কে নেই সেটাও তাঁরা জানেন না। সে কারণেই হর্ষিতকে দলের মহাসচিব পদে নির্বাচিত করা হয়। এই ঘটনায় বিজেপি যথারীতি কংগ্রেসকে কটাক্ষ করেছে।

রাজ্য বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে কংগ্রেস দেউলিয়া হয়ে গিয়েছে। তাই বিজেপিকে এখন কংগ্রেসের নেতা-নেত্রী ,পাঠাতে হচ্ছে। আশা করি, খুব শীঘ্রই কংগ্রেসের সুদিন ফিরবে। তখন তারা নিজেদের দলের লোককেই বিভিন্ন পদে বসাতে পারবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?