দিল্লির গ্রেটার কৈলাসে গণধর্ষণের শিকার নাবালিকা পরিচারিকা, ধৃত চার

অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। দিল্লিতে গণধর্ষণের শিকার হল এক নাবালিকা পরিচারিকা। তবে এই ঘটনায় অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গ্রেটার কৈলাস এলাকায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করত বছর ১৪-র এক কিশোরী। ওই বাড়িতে আরও এক কিশোরও কাজ করত। সেখানেই ওই কিশোরের সঙ্গে আলাপ হয় কিশোরীর। মাসখানেক আগে ওই কিশোর কাজ ছেড়ে দেয়।

অন্য একটি বাড়িতে কাজ নেয় সে। এরপর একদিন ওই কিশোর নাবালিকাকে সেখানে ডেকে পাঠায়। শনিবার নাবালিকা সেখানে গেলে তাকে নিজের ঘরে নিয়ে যায় ওই কিশোর। ওই ঘরে আগে থেকেই তার আরও তিন বন্ধু উপস্থিত ছিল। তারপর চারজনে মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করে। শেষ পর্যন্ত রবিবার কিশোরী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ওই কিশোর পরিচারকের বয়স ১৭।

বাকি তিনজনের বয়স যথাক্রমে ১৮, ২০ ও ৩০ বছর। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, অক্টোবর মাসেই দিল্লি পুলিশ জানিয়েছিল, গত এক বছরে দিল্লিতে ধর্ষণের ঘটনা ২৮ শতাংশ কমেছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া বছরে ১২৪১টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে দিল্লিতে। আগের বছর ওই একই সময় পর্যন্ত এই সংখ্যা ছিল ১৭২৩। উল্লেখ্য, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে, ভারতে প্রতিদিন গড়ে ৮৭টি গণধর্ষণের অভিযোগ দায়ের হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?