খয়েরপুরের সন্ত্রাসের প্রতিবাদে আগরতলায় মিছিল সিপিআইএমের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ ডিসেম্বর।। রবিবার খয়েরপুরের সন্ত্রাসের ঘটনায় তিব্র প্রতিবাদ জানিয়ে সোমবার আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করল সি পি আই এম। এদিন মিছিলে নেতৃত্বে ছিলেন দলের পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর। তিনি জানান, এই ধরনের কাপুরুষত্ব আক্রমণ করে বিজেপি সি পি এম –কে আটকাতে পারবে না। একশো গাড়ি নিয়ে ঘোরেও মুখ্যমন্ত্রী সুখ পাবেন না। কারন রাজ্যে এই জোট সরকার একটি প্রতিশ্রুতিও পালন করে নি। যুবকদের কর্ম সংস্হান নেই। তাই এই সরকারের বিরুদ্ধে মানুষকে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে।

প্রয়োজনে ইতিহাস থেকে সাক্ষী নেওয়ার আহবান জানালেন শ্রী কর। রাজ্যে পূর্বে সাংবাদিকদের উপর এই ধরনের হামলা হুজুতি ছিল না। যে দিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে হুমকি দিয়েছেন তারপর থেকে এখন পর্যন্ত ২০ জনের উপর সাংবাদিক আক্রান্ত হয়েছেন রাজ্যে। ১ জনও গ্রেপ্তার নেই। একই ভাবে রবিবারও খয়েরপুরের যুব সংগঠনের কনভেনশানে দুস্কৃতিদের হামলার ঘটনায় খবর সংগ্রহ করতে গিয়ে ৩ জন চিত্র সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?