অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিডনিকে অস্ট্রেলিয়ার সব অঙ্গরাজ্য ও শহর থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী শহরটির বাসিন্দাদের ওপর আরোপ করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। বিবিসি জানায়, নিউ সাউথ ওয়েলসের সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ক্রিসমাস উদ্যাপন নিয়ে বিপাকে পড়ে গেছে সিডনিবাসী। বড়দিনের ছুটি কাটানো ও পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য আগেভাগে শহর থেকে হতে গিয়ে মানুষের মধ্যে তাড়াহুড়ো দেখা দেয়। সোমবার থেকে সিডনির ফ্লাইটের ওপরও নিষেধাজ্ঞা শুরু হয়।
এ দিন মধ্যরাত থেকে কোনো ফ্লাইট সিডনি থেকে ছেড়ে যায়নি। এদিকে শহরটিতে রেকর্ড ৮৩ জনের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে । সিডনির উত্তরাঞ্চল থেকে এ সংক্রমণের যোগসূত্র পাওয়া গেছে। সোমবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘২০২০ সাল আমাদের জন্য এখনো শেষ হয়নি। ’তিনি বলেন, ‘গত কয়েকদিনের ঘটনা পুরো দেশের জনগণের জন্য হতাশাজনক, যারা গেট টুগেদারের জন্য পরিকল্পনা করেছিলেন এবং ছুটি কাটাতে এক অঙ্গরাজ্যে থেকে আরেক অঙ্গরাজ্যে যেতে চেয়েছিলেন। ’এখন পর্যন্ত অস্ট্রেলিয়া জুড়ে করোনায় ২৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯০৮ জন।