স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ ডিসেম্বর।। বিজেপি বামুটিয়া মন্ডল এর উদ্যোগে রাজধানী আগরতলা জিবি মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রক্তদান শিবির সংগঠিত করা হয়।রক্তদান শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক কৃষ্ণ দাস এবং পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।রক্তদান শিবির কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। উল্লেখ্য রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট চলছে।রক্ত সংকটের কথা মাথায় রেখেই বামুটিয়া মন্ডলের পক্ষ থেকে জিবি মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতেও এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করার পরিকল্পনা রয়েছে।সামাজিক দায়িত্ববোধের কথা মাথায় রেখেই বামুটিয়া মন্ডলের পক্ষ থেকে এ ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তারা জানান।আগরতলা জিবি মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে রাজনীতির পাশাপাশি মমত্ববোধ ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।শুধুমাত্র বামুটিয়া মন্ডলের তরফ থেকেই নয় অন্যান্য মন্ডল সহ অন্যান্য সাংগঠনিক কর্মকর্তাদের এধরনের উদ্যোগে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক।