অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। এক সপ্তাহ আগেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফ থেকে অর্জুন রামপালকে সমন পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তখনই এনসিবির কাছে অভিনেতা আবেদন জানিয়েছিলেন, “আমাকে আরেকটু সময় দিন।” অর্জুন জানিয়েছিলেন যে, ব্যক্তিগত সমস্যার জন্য আগামী ২২ তারিখের আগে তিনি এনসিবির দপ্তরে হাজিরা দিতে পারবেন না। সেই কারণেই আজ, সোমবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বইয়ের অফিসে গিয়েছিলেন বলিউড অভিনেতা।
তদন্তকারীরা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছেন তাঁকে। সূত্রের খবর, সোমবার বর্ধিত সময়ের আগেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। অর্জুনের উপর এনসিবির নজর পড়ার অন্যতম একটি কারণ হল, এর আগে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিয়ালোস ডেমিট্রিয়াডেস। চরস ও অ্যালপ্রাজোল ট্যাবলেটের মতো নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছিল তাঁর কাছ থেকে।
জানা যায়, মুম্বইয়ের কোকেন পাচারকারী ওমেগা গডউইনের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। কারণ জেরার সময়ে নাইজেরিয়ার নাগরিক ওমেগা নাম নিয়েছিল অ্যাগিসিয়ালোসের। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকযোগের পর থেকেই একাধিক বলিউড অভিনেতা- অভিনেত্রীদের নাম জড়িয়েছে। দীপিকা পাড়ুকোনের ম্যানেজার থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিং-এর মতো অনেককেই তলব করেছেন এনসিবির আধিকারিকরা। তবে মাঝে কিছুটা থিতিয়ে গেলেও এবার পুজোর পর থেকে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এই প্রসঙ্গ।