অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। গত ৮ ডিসেম্বর থেকে ব্রিটেনে হইচই ফেলে দিয়েছে করোনার নতুন প্রজাতি। সেখানে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে সংক্রমণ। পরি স্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বলে দাবি করছে ব্রিটেনের সংবাদ মাধ্যম। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, করোনার নয়া প্রজাতি ৭০ শতাংশ সংক্রামক হতে পারে। ব্রিটেনে ইতিমধ্যেই লকডাউন আরও কড়া করা হচ্ছে।
ইতিমধ্যেই ইউরোপের একাধিক দেশ ব্রিটেনে বিমান যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটেনের এই পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত, আতঙ্কের কিছু নেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সরকারের কাছে আবেদন করেছেন ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার।