অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। একদিনের হিসাবে কভিড-১৯ পজিটিভ শনাক্ত রোগীর সংখ্যা প্রথমবারের মতো ৮ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পৃথিবীতে ৮ লাখ ৮ হাজার ২২৪ জন মানুষ নতুন রোগে আক্রান্ত হয়েছেন। সাপ্তাহিক হিসাবেও রেকর্ড হয়েছে। গত সপ্তাহে পৃথিবীতে ৪৫ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পজিটিভ হয়েছেন! ইউরোপ-এশিয়ায় নতুন করে আবার করোনা বাড়তে শুরু করেছে। এর মধ্যে ব্রিটেনে আবার নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিবিসি জানিয়েছে, ভ্যারিয়েন্টটি আসল ভার্সনের চেয়েও দ্রুত ছড়ায়।
তবে তুলনামূলক বেশি প্রাণঘাতী নয়। ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিগুলো বলছে, রূপান্তর বা মিউটেশনের পর করোনা কিছুটা পাল্টে গেলেও সমস্যা হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা ব্রিটিশ বিজ্ঞানীদের সঙ্গে বিষয়টি নিয়ে ‘নিবিড় যোগাযোগ’ রাখছেন। করোনাভাইরাসের মহামারী শুরুর পর থেকেই বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছিলেন যে, অন্য যে কোন ভাইরাসের মতো করোনাভাইরাসের এই নতুন ভাইরাসটিও মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত হতে পারে। তার বৈশিষ্ট্য এবং আচরণে পরিবর্তন ঘটতে পারে। যেটি গবেষকদের অবাক করেছে, তা হলো, এই ভাইরাসটি অনেক বেশি সহজে এবং দ্রুত ছড়াচ্ছে। আগেরটির তুলনায় এই নতুন করোনাভাইরাস ৭০ শতাংশ বেশি হারে ছড়াচ্ছে।