অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরিত হয়ে অন্তত ৯ জন করোনা রোগী নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ জানায়। গাজিয়ান্তেপ প্রদেশের বেসরকারি সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ ঘটনা ঘটে। করোনা রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) ১৯ জন রোগী ভর্তি ছিলেন।ভেন্টিলেটর বিস্ফোরণ হয়ে আইসিইউতে আগুন ধরে যায়।
ঘটনাস্থলে ৮ জন নিহত হন। বাকিদের কাছের কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরের সময়ে আরও এক রোগী মারা যান। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাণঘাতী এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ।ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, তুরস্কে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ১৭ হাজার ৮৫১ জন। দেশটিতে এখনো দুই লক্ষাধিক করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।