অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। প্রত্যাশামত জো বাইডেন প্রশাসনে জায়গা পেলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত। হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব হচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত বেদান্ত প্যাটেল। নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে হোয়াইট হাউসের নতুন সহকারি প্রেস সচিবের নাম ঘোষণা করেন। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিবের কাজ সামলাবেন। উল্লেখ্য, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একাধিক শীর্ষ পদে ভারতীয় বা দক্ষিণ এশীয়দের বেছে নিয়েছেন। বাইডেনের সঙ্গে অবশ্য বেদান্ত দীর্ঘদিন ধরেই রয়েছেন।
এবারের ভোট প্রচারের সময় বাইডেন ও কমলা হ্যারিসের ছায়াসঙ্গী হয়ে উঠেছিলেন বেদান্ত। বাইডেনের ভোট প্রচারের কৌশল তৈরি করা থেকে যাবতীয় দায়িত্ব ছিল তার কাঁধে। কার্যত বাইডেনের মুখপাত্র হয়ে উঠেছিলেন বেদান্ত। বলা যেতে পারে নিজের কাজের পুরস্কার স্বরূপ হোয়াইট হাউসের প্রেস সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন তিনি। বাইডেন আরও একবার বেদান্তের উপর আস্থা রেখেছেন। উল্লখ্য, বেদান্তের জন্ম ও ছোটবেলা কেটেছে ভারতে। তবে বড় হয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং ইউনিভার্সিটি অফ ফ্লোরিডায় পড়াশোনা।
এর আগে তিনি ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির ওয়েস্টার্ন রিজিওনাল প্রেস সচিব ছিলেন। বাইডেনের আমলে আমেরিকায় ভারতীয় বা দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের গুরুত্ব বাড়ছে। কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া তার সবচেয়ে বড় প্রমাণ। কমলার পরিবারও আদতে চেন্নাইয়ের বাসিন্দা। বাইডেন নিজেও একাধিকবার জানিয়েছেন, তাঁর পরিবারের শিকড় রয়েছে ভারতের মাটিতে।
কলকাতার লা মার্টিনিয়ার স্কুলের এক প্রাক্তন প্রধান শিক্ষকের নামও একাধিকবার করেছেন বাইডেন। উঠে এসেছে মুম্বই ও চেন্নাইয়ে বসবাস করার কথা। এবারের মার্কিন নির্বাচনে ভারতীয় তথা দক্ষিণ এশীয় সম্প্রদায়ভুক্তদের কাছ থেকেই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ডেমোক্র্যাটরা। বিষয়টি মাথায় রেখেই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষিণ এশীয় বা ভারতীয় বংশোদ্ভুতদের বেছে নিয়েছেন বাইডেন।