অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। চীনের থেকে নিয়ে দুই কিস্তিতে ২ বিলিয়ন ডলার ফেরত দিয়ে পাকিস্তান বলছে, সামনের মাস নাগাদ সৌদি আরবের আরও এক বিলিয়ন ডলার শোধের পরিকল্পনা চলছে। পাকিস্তানের কাছে সৌদি আরব আগে কখনো তাদের ঋণের টাকা চায়নি। কিন্তু চলতি বছরের শুরুতে তারা ইসলামাবাদকে চাপ দিতে থাকে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর ইস্যুতে সৌদিকে পাশে না পেয়ে সমালোচনা শুরু করলে দেশটি ঋণের কথা স্মরণ করিয়ে দেয়। পাকিস্তানের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, বাকি এক বিলিয়ন ডলার ফেরত দিতেও চীনের সাহায্য নেয়া হবে।পাকিস্তান মনে করছে চীন তাদের ‘উদ্ধার’ করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের কেন্দ্রীয় ব্যাংক চীনের কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে আলোচনা করছে। ’
পাকিস্তান প্রথম এক বিলিয়ন শোধ দিয়েছিল জুলাইতে। ২০১৮ সালের শেষ দিকে পাকিস্তানকে এই ৩ বিলিয়ন ডলার ঋণ দেয় সৌদি আরব। এ ছাড়া তাদের ৩ দশমিক ২ বিলিয়ন ডলার বাকিতে তেল কেনার সুযোগও দেয় সৌদি। কিন্তু পরে সৌদি আরব ঋণের অর্থ চেয়ে বসে। পাশাপাশি বাকিতে তেল কেনার সুযোগ বন্ধ করে দেয়।