স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ ডিসেম্বর।। বিমানে গাঁজা পাচার করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছে দুই যুবক। দুই যুবকের নাম বিকাশ কুমার রায় এবং পাপ্পু রায়। তারা দুজনেই বিহারের বাসিন্দা।সংবাদ সূত্রে জানা গেছে তারা কয়েকটি প্যাকেটে করে প্রায় কুড়ি কেজি গাঁজা বিমানে নিয়ে যাওয়ার জন্য আগরতলা বিমানবন্দরের যায়। যাত্রীদের লাগেজ চেকিং করার সময় গাঁজা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশকে।
খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক পিয়া মাধুরী মজুমদার সহ এয়ারপোর্ট থানার পুলিশ বিমানবন্দরে ছুটে আসে।বিমানবন্দর থেকে গাঁজাসহ আটক বিহারের ওই দুই যুবককে এয়ারপোর্ট থানায় নিয়ে যায় পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এয়ারপোর্ট থানায় মামলা গৃহীত হয়েছে।তারা কোথা থেকে এইসব গাজা নিয়ে এসেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।