স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ ডিসেম্বর।। এ আই কে এস সি সি উদ্যোগে দিল্লিতে আন্দোলনরত বীর কৃষক শহিদদের শ্রদ্ধা জানানো হয় রবিবার। শ্রদ্ধাঞ্জলি হয় ভানুলাল স্মৃতি ভবনে সম্মুখে। শ্রদ্ধাঞ্জলির পর এ বিষয়ে এ আই কে এস সি সি রাজ্য কমিটির নেতা পবিত্র কর জানান, সরকার কৃষি ব্যবস্থাকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে। আর এ ধারণা শুধু কৃষক সংগঠনগুলির নয়, কৃষি বৈজ্ঞানীদেরও।
অবশেষে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঠে নেমেছেন কৃষি আইন নাকি সংস্কার। কিন্তু কৃষকরা সেটা ভালো করেই বুঝতে পারছে সংস্কার নয়। তাই আন্দোলনরত কৃষকদের দাবি সরকারকে এই সর্বনাশা আইন প্রত্যাহার করতে হবে। নয়তো গোটা দেশের সাথে সাথে গোটা বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। কারণ এই আন্দোলন বিভিন্ন দেশের মানুষ সমর্থন করছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।