অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। খুব শীঘ্রই দেশে করোনা ভ্যাকসিন এসে যাবে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে ৩০ কোটি দেশবাসীকে টিকা দেওয়া হবে। শনিবার এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, অতিমারী ঠেকাতে দেশের বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীরা দেশীয় প্রতিষেধক তৈরিতেও জোর দিচ্ছেন। হর্ষ বর্ধন বলেন, “দেশে এক কোটির বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যদিও সেরে উঠেছেন সাড়ে ৯৫ লক্ষ মানুষ।
সুস্থতার হারে বিশ্বের দেশগুলির মধ্যে ভারত অন্যতম। আমাদের সুস্থতার হার ৯৫. ৪৬ শতাংশ।” তিনি জানান, দেশের করোনা সংক্রমণের হার ২ শতাংশ কমেছে। মৃত্যুর হার কমেছে ১.৪৫ শতাংশ। করোনা পজিটিভ হওয়ার হার কমছে ৬.২৫ শতাংশ।” যদিও সংক্রমণ রোধে সকলকে করোনা গাইডলাইন মেনে চলার অনুরোধ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা জিনোম সিকোয়েন্সিং এবং করোনাভাইরাসকে বিচ্ছিন্ন করে টিকা তৈরির কাজ করেছেন। ভারত খুব শীঘ্রই করোনা ভ্যাকসিনের অনুমোদন দিতে চলছে।”