‘বিক্রম ভেদা’র চিত্রনাট্য জমেনি, সরলেন আমির খান

অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। তামিল সিনেমা ‘বিক্রম ভেদা’র হিন্দি সংস্করণে অভিনয়ের কথা ছিল আমির খান ও সাইফ আলী খানের। চলতি বছরের প্রথমার্ধে ছবির শুটিং শুরুর কথা ছিল, কিন্তু হিসেব পাল্টে দেয় করোনা। এখন ছবিটিই ফেরালেন আমির। সবকিছু নিখুঁত হওয়া চাই এ অভিনেতার, নইলে ‘না’ বলতে একদমই সময় নেন না। তাই তো আমির খানকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয়। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এর আগে আমিরের সঙ্গে পর্দার ভাগাভাগির কথা স্বীকার করেন সাইফ। গত বছর শোনা যায়, একই নামে তামিল ‘বিক্রম ভেদা’র রিমেক হচ্ছে হিন্দিতে।

এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন আমির। অন্যদিকে সৎ পুলিশ অফিসার হচ্ছেন সাইফ। মূল সিনেমায় এই দুই চরিত্রে ছিলেন যথাক্রমে বিজয় সেতুপতি ও আর মাধবন। তামিল সংস্করণের মতোই বলিউড সিনেমাটি পরিচালনা করছেন গায়ত্রী পুস্কর। প্রযোজনা করছেন নীরাজ পাণ্ডে। এর আগে শোনা যায়, হিন্দিতেও পুলিশ চরিত্রে থাকছেন মাধবন। অন্য চরিত্রের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ভেদা চরিত্রের সঙ্গে আগে করা সিনেমার মিল আছে— এ কারণ দেখিয়ে না করে দেন কিং খান। এখন শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে গল্প পছন্দ হলেও চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর বেঁকে বসেছেন আমির খান। চিত্রনাট্য তাকে সন্তুষ্ট করতে পারছে না।

এ কারণে সরে আসার সিদ্ধান্ত নেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বর্তমানে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আছেন আমির খান। ‘বিক্রম ভেদা’ থেকে সরে আসায় তার পরের ছবি হতে যাচ্ছে ভূষণ কুমারের বায়োপিক ‘মুঘল’। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘পরম্পরা’তে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন আমির খান ও সাইফ আলী খান। সেই সিনেমা ব্যর্থ হলেও দুই নায়ক ২০০১ সালে দর্শকদের উপহার দেন ব্লকবাস্টার ‘দিল চাহতা হ্যায়’। ভক্তরা আশা করছিলেন, ‘বিক্রম ভেদা’ দিয়ে দুই দশক পর একসঙ্গে দেখা যাবে তাদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?