স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ ডিসেম্বর।। যুবকদের কর্মসংস্থানের দাবিতে মিছিল সংঘটিত করলো বাম যুব সংগঠন। শনিবার দুপুরে অরিয়েন্ট চৌমুহনি থেকে ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ যৌথভাবে মিছিল সংঘটিত করে। মিছিলে আওয়াজ তুলে যুবকদের কর্মসংস্থান এবং রাজ্য সরকারি শূন্যপদ পূরণ করার দাবি নিয়ে।মিছিলে উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য সভাপতি নবারুণ দেব জানান, রাজ্যে জোট সরকারের আমলে শূন্য পদ থাকলেও শূন্যপদ পূরণ করা হচ্ছে না। এই সরকার বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
তাই সরকারের বিরুদ্ধে বেকার যুবক যুবতীদের যুদ্ধ ঘোষণা করতে হবে। যাতে সরকার শূন্যপদ পূরণ করতে ব্যবস্থা গ্রহণ করে। সরকার যাতে বেকার শিক্ষিত যুবক যুবতীদের নিয়োগের নীতি গ্রহণ করে, সেই দাবিতে এই মিছিল বলে দাবি করেন তিনি। মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।