স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ ডিসেম্বর।। বিরোধী দলের সভা-সমাবেশ এবং বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা আহত হয়েছে।রবিবার আগরতলা শহর সংলগ্ন খয়েরপুরে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক পবিত্র করের বাড়িতে সভা চলাকালে দুস্কৃতিকারীরা হামলা চালিয়েছে।প্রাক্তন বিধায়ক পবিত্র করেন বাড়ির সামনে সিপিএম নেতা কর্মীদের রাখা বাইক এবং প্রাক্তন বিধায়ক পবিত্র করের গাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা।
দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন সিপিআইএম কর্মী ও নেতা রক্তাক্ত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।পরবর্তী সময়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হলে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বোধ জং নগর থানা থেকে পুলিশ এবং অগ্নিনির্বাপক বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অগ্নিনির্বাপক বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সিপিআইএমের তিন নেতা-কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, রবিবার তার নিজ বাড়িতে দলীয় কনভেনশন চলছিল। বাড়ির সামনেই দলীয় নেতাকর্মীদের বাইক এবং গাড়ি রাখা ছিল।কনভেনশন চলাকালেই দুস্কৃতিকারীরা সেখানে চড়াও হয়ে বাইক এবং গাড়ি ভাঙচুর করে এবং ঘটনাস্থলে তিনজনকে পেয়ে তাদেরকে রক্তাক্ত করে। আচমকা এই হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সিপিআইএম নেতা কর্মীরা। তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পালিয়েছে কাপুরুষেরা।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। এ ঘটনাকে কাপুরুষিত বলে তিনি আখ্যায়িত করেছেন।পবিত্র বাবু বলেন রাজ্যের শাসক দল পায়ের তলে মাটির হারিয়ে এ ধরনের ঘটনা সংঘটিত করে চলেছে।বিগত বিধানসভা নির্বাচনের পর থেকেই খয়ের পুর বিধানসভা এলাকায় ব্যাপক হারে সন্ত্রাস চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।এলাকার মানুষজন যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তখনই তারা এধরনের কাপুরুষিত হামলা সংগঠিত করে চলেছে বলে তিনি মন্তব্য করেন।
এভাবে হামলা সংগঠিত করে বিরোধী দল সিপিআইএমকে কোনভাবেই আটকানো যাবে না বলে তিনি উল্লেখ করেন।বর্তমান সরকারের আমলে রাজ্যে আইনের শাসন যে পুরোপুরি ভেঙ্গে পরেছে এ ধরনের ঘটনার মধ্য দিয়েই তার প্রমাণ হয় বলে তিনি উল্লেখ করেছেন।এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আরক্ষা প্রশাসনের কাছে তিনি জোরালো দাবি জানিয়েছেন।