স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ ডিসেম্বর।।আগামী ২৬ ফেবয়ারি থেকে হাঁপানিয়া আর্ন্তজাতিক মেলা প্রাঙ্গণে ৩৯তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে আয়োজিত ৩৯তম আগরতলা বইমেলার প্রথম প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিধায়ক মিমি মজমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা, রাজ্য উচ্চশিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ড. অরুনোদয় সাহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গাপ্রসাদ প্রসেইন, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুুবল কুমার দে, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, গত বছরই প্রথম হাঁপানিয়া আর্ন্তজাতিক মেলা প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল৷ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, ব্যাপক অংশের মানুষের উপস্থিতিতে গত বছর আগরতলা বইমেলা হাঁপানিয়া আর্ন্তজাতিক মেলা প্রাঙ্গণে এক নতুন রূপ পেয়েছিল৷ এবারের মেলাও যাতে আক্ষরিক অর্থেই বই পিপাসুুদের মিলন মেলায় পরিণত হয়ে উঠতে পারে সেই জন্য রাজ্যসরকার প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ নেবে৷ তিনি মেলাকে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন৷