অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। কৃষি আইন নিয়ে সরগরম দেশ। ক্রমশ চাপ বাড়ছে মোদি সরকারের। কেন্দ্রের মৌখিক আশ্বাস সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় কৃষকরা। তারইমধ্যে রবিবার সকালে আচমকা দিল্লির একটি গুরুদ্বারা যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহিদি দিবসে সেখানে শিখ ধর্মগুরু তেগ বাহাদুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
সেখানে সেলফি তোলেন আমজনতার সঙ্গেও। এদিন সকালে প্রধানমন্ত্রী গুরুদ্বারে এলেও কোনও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ছিল না তাঁর জন্য। বাধা পড়েনি আমজনতার আনাগোনাতেও। কৃষি আইন প্রত্যাহার নিয়ে কেন্দ্রের উপর যখন ক্রমশ চাপ বাড়াচ্ছেন কৃষকরা, তখন দিল্লির অন্যতম জনপ্রিয় গুরুদ্বারায় মোদী যাওয়ার বিষযটি বাড়তি মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রীর এই গুরুদ্বার সফর, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
গুরুদ্বার থেকে ফিরে টুইটারে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সকালে গুরুদ্বারা রাকাবগঞ্জে প্রার্থনা করেছি। যেখানে শ্রী গুরু তেগ বাহাদুর জি’র পবিত্র দেহের শেষকৃত্য হয়েছিল। বিশ্বের লাখ লাখ মানুষের মতো আমি অত্যন্ত ধন্য হয়েছি বলে মনে করছি। শ্রী গুরু তেগ বাহাদুর জি’র মহত্বে আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি।’