স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ ডিসেম্বর।। সমাজের নারী জাতির মর্যাদা ও অধিকার রক্ষার আন্দোলনকে তুলে ধরতে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে শনিবার শিবনগরস্থিত রাজ্য কার্যালয়ে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাঙালি মহিলা সমাজের রাজ্য সম্পাদিকা সীমন্তি দেব বক্তব্য রেখে বলেন, রাজ্য সম্মেলনের মূল উদ্দেশ্য হলো নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর আইন প্রণয়ন করতে হবে, নারী ধর্ষক, খুনী, শ্লীলতাহানি বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, শিক্ষা এবং চাকুরী ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান অধিকার দিতে হবে।
আর নারীদের সম্মান প্রতিষ্ঠা করতে রাজ্যের বিভিন্ন নারী সংগঠন থাকলেও তাদের কোনরকম ইতিবাচক ভূমিকা নেই। নারী সংক্রান্ত কোন ধরনের ঘটনা ঘটলে সে ক্ষেত্রে রাজনৈতিক রঙ দেওয়া হয়। এতে করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। নারীদের সম্মান প্রদান করার মধ্য দিয়েই সমাজ আগামীদিনে এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্যরা।