স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২০ ডিসেম্বর।। সোনামুড়া মহকুমার বক্সনগর এর দক্ষিণপাড়ায় বিএসএফের মারধরে সপ্তম শ্রেণীর এক ছাত্র জখম হয়েছে। এছাড়া আরো দুজন গ্রামবাসী বিএসএফের হেনস্থার শিকার হয়েছেন।পাচারকারী সন্দেহে অহেতুক সপ্তম শ্রেণীর ছাত্রকে মারধর এবং অপর দুজন গ্রামবাসীকে হেনস্থা করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বক্সনগর এর দক্ষিণ পাড়া এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
ঘটনার খবর পেয়ে কলম চওড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।কলাম চওড়া থানার পুলিশ স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে এ বিষয়ে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় বাসিন্দারা বিএসএফ জওয়ানদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানিয়েছেন।অপর একটি সূত্রে জানা গেছে বক্সনগর এর দক্ষিণপাড়া সহ পার্শ্ববর্তী এলাকা গুলি দিয়ে প্রায় আন্তর্জাতিক সীমান্ত পথে বিভিন্ন সামগ্রী ও অন্যান্য পণ্য সামগ্রী পাচার হচ্ছে।
পাচার রোধে বিএসএফ জওয়ানরা টহল জোরদার করেছে।এলাকার সপ্তম শ্রেণীর ছাত্র এবং দুই নাগরিককে হেনস্থ করার ঘটনার পর এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করল বিএসএফ অভিযোগ করেছে পাচারকারীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করছিল।সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের পাল্টা অভিযোগ তারা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পেরে এলাকায় বসবাসকারী শান্তিপ্রিয় সাধারণ মানুষের ওপর হামলা এবং হেনস্তা করে চলেছে।এ ধরনের কার্যকলাপ অবিলম্বে বন্ধ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।