অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। করোনার ধাক্কা কাটিয়ে ওঠার আগে শিগেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণে এক কিশোরের মৃত্যু হল কেরলে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই উত্তর কেরালায় চূড়ান্ত সর্তকতা জারি করা হয়েছে।
শিগেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণে কোঝিকোড়ে ১১ বছরের এক কিশোরের মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক জয়শ্রী। জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, দু’দিন আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। জেলায় প্রায় ২৭ জন মানুষ শিগেলা ব্যাক্টেরিয়ার শিকার হয়েছেন।
শিগেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণে সাধারণত পেট ব্যথা, ডায়েরিয়া, জ্বর, মাথাব্যথা, গা বমিভাব দেখা যায়। জল ও খাবারের মাধ্যমে এই সংক্রমণ ছড়ায়। ইতিমধ্যেই জেলায় প্রায় ২৭ জম মানুষ এই ব্যাক্টেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তাদের অধিকাংশই ওই কিশোরের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, কোঝিকোড়ের যে অঞ্চলে এক কিশোরের মৃত্যু হয়েছে সেখানে দু’দিনের মধ্যেই স্বাস্থ্য শিবির করা হবে।
সংক্রমণের মূল উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। মন্ত্রী আরও বলেন, যেহেতু চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানিয়েছেন জল ও খাবারের মাধ্যমে এই রোগের সংক্রমণ ছড়ায় তাই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনুরোধ করা হচ্ছে।
স্বাস্থ্য দফতরের উদ্যোগে ইতিমধ্যেই এলাকার সমস্ত জলাশয়ের জল শোধনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই কোঝিকোড় ও সংলগ্ন অঞ্চলে প্রতিটি রোগীকে পরীক্ষা করে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। উল্লেখ্য, এর আগে ২০১৯- এ কিঝপায়ুর এলাকার এক প্রাথমিক স্কুলের ৪০টি শিশু শিগেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়েছিল।
জানা যায়, আক্রান্ত এক শিশুর বাড়ির কাছে জলাশয় থেকে ওই সংক্রমণ ছড়িয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিগেলোসিস একটি সংক্রামক রোগ যা শিগেলা ব্যাক্টেরিয়া থেকে উৎপন্ন হয়। বিশ্বের বেশিরভাগ দেশেই এই রোগ হয়ে থাকে। তবে উন্নইনশীল দেশগুলিতে এই রোগের প্রাদুর্ভাব বেশি।
বিশেষ করে স্কুল, ডে কেয়ার সেন্টার, নার্সিং হোম বা যে সব জায়গায় নিকাশি ব্যবস্থা ভাল নয় সেখানেই এই ব্যাক্টেরিয়ার জন্ম হয়। কিছু ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির শরীরে কোন উপসর্গ দেখা যায় না। ফলে ওই ব্যক্তি নিজের অজান্তেই রোগ ছড়িয়ে থাকেন। এই রোগ বেশ ছোঁয়াচে।