অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। পার্মাকে ৪-০ গোলে উড়িয়ে সেরি আয় জয়ে ফিরল জুভেন্তাস। দলটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো একাই করেছেন দুই গোল। প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে জেতার আগে নিজেদের মাঠে আতালান্তার বিপক্ষে ড্র করেছিল শিরোপাধারীরা। ১৩ ম্যাচে সপ্তম জয় পাওয়া জুভেন্তাস ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।
১৩ ম্যাচে পঞ্চম হার দেখা পার্মা ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চদশ স্থানে। এদিন ২৩তম মিনিটে এগিয়ে যায় জুভেন্তাস। বাঁ দিক থেকে মোরাতার নিখুঁত আড়াআড়ি ক্রস খুঁজে পায় অপর প্রান্তে থাকা কুলুসেভস্কিকে। প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন সুইডিশ মিডফিল্ডার। এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করে আন্দ্রেয়া পিরলোর দল। ২৬তম মিনিটে মোরাতার উঁচু ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন আগের ম্যাচে আতালান্তার বিপক্ষে পেনাল্টি মিস করা রোনালদো।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে নেয় জুভেন্তাস। আবার লক্ষ্যভেদ করেন রোনালদো। লিগে তারকা এই ফরোয়ার্ডের গোল হলো ১২টি। রোনালদোকে তুলে ৮২তম মিনিটে ফেদেরিকো চিয়েসাকে নামান জুভেন্তাস কোচ। তিন মিনিট পর ফেদেরিকো বের্নারদেস্কির ক্রসে হেডে দলের জয় নিশ্চিত করেন মোরাতা।