অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। ঋষি কাপুরের সঙ্গে সালমান খানের সম্পর্ক বরাবরই তিক্ত ছিল। আর ছেলে রণবীর কাপুর তো ভাগিয়ে নেন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে। এমনকি ক্যাটের সঙ্গে রণবীরের বিচ্ছেদের পরও অফস্ক্রিনে একে অপরকে এড়িয়ে যেতেই পছন্দ করেন দুই তারকা। ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি সালমানের কারণেই রণবীর পাল্টে ফেললেন নিজের নতুন ছবির নাম। ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং প্রায় শেষ। ‘শামসেরা’র কিছু কাজ বাকি। এরপর ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় নতুন ছবিতে অভিনয় করবেন রণবীর।
শোনা যায়, প্রথমে সেই ছবির নাম ঠিক হয়েছিল ‘ডেভিল’। কিন্তু নাম নিবন্ধন করতে গিয়ে দেখা দেয় জটিলতা। বেশ আগেই ‘ডেভিল’ নামটির স্বত্ব নেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। কারণ সালমান খান অভিনীত ছবি ‘কিক’। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিতে ভাইজান ডেভিলের ছদ্মবেশেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই ছবির সিক্যুয়েল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আর নতুন ছবির নামের জন্য ‘ডেভিল’ শব্দটি ব্যবহার করতে চান সাজিদ।
সেই কারণেই এই নামের অধিকার ছাড়তে নারাজ তিনি। এ দিকে কিছুদিন আগে ওয়েব সিরিজ ‘ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ নিয়ে বিপাকে পড়েন করণ জোহর। প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে ‘বলিউড ওয়াইভস’ নামটি বিনা অনুমতিতে ব্যবহার করার অভিযোগ আনেন মধুর ভান্ডারকর। শোবিজ সংশ্লিষ্ট একাধিক সংস্থা পর্যন্ত গড়ায় বিষয়টি। পরে সিরিজ মুক্তির ঠিক আগে টুইটারে ক্ষমা চাইতে হয় করণকে। তেমন বিপদ আর ডেকে আনতে চান না রণবীর-সন্দীপ জুটির প্রযোজকরা। তাই নতুন ছবির নাম পালটে নাকি ‘অ্যানিমেল’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।