অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। অ্যাডিলেডে দিনরাতের গোলাপি বলের টেস্টে আড়াই দিনে লজ্জার হার। তারই মধ্যে ভারতীয় শিবিরের উদ্বেগ বাড়িয়ে দিয়ে চলতি সিরিজের বাকি তিন টেস্ট থেকেও ছিটকে গেলেন ডানহাতি পেসার মহম্মদ শামি। শনিবার অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্সের বল সরাসরি আঘাত করে শামির ডান হাতে। মাঠের মধ্যেই হাত চেপে যন্ত্রণায় বসে পড়েন তিনি। ফিজিও দ্রুত দৌড়ে এসে আঘাতের জায়গায় স্প্রে করলেও আর ব্যাটিং করতে পারননি তিনি। মাঠ ছেড়ে বেরিয়ে যান। পরে আর মাঠেও নামেননি। জরুরি ভিত্তিতে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
স্ক্যান করে জানা গিয়েছে, তাঁর ডান হাতে হাড়ে চিড় ধরেছে। ফলে তাঁর পক্ষে চলতি সিরিজের বাকি তিন টেস্টে খেলা সম্ভব হবে না। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, চোট নিয়ে শামির পক্ষে বোলিং করা কিছুতেই সম্ভব হবে না। ফলে তাঁকে বাকি তিন টেস্টে মাঠের বাইরেই থাকতে হবে। দেশে ফিরছেন বিরাট কোহলি। তার সঙ্গে শামির না থাকা যে ভারতীয় দলের পক্ষে কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াল, তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের পরে কোহলিও বলেন, “শামি হাতে ভালই আঘাত পেয়েছে। ও তো ঠিক মতো হাত তুলতেো পারছিল না। কাজেই চিকিৎসকরা চোট পরীক্ষা না করা পর্যন্ত কিছুই স্পষ্ট করে আমাদের পক্ষে বলা সম্ভব নয়।” ভারতীয় সময় রাতের দিকেই স্পষ্ট হয়ে যায়, শামির পক্ষে বাকি তিন টেস্টে খেলা কার্যত অসম্ভব হয়ে গিয়েছে।
যদিও সরকারি ভাবে বোর্ড তা নিয়ে কোনও মন্তব্য করেনি। শামির চোটের খবরে দুঃখপ্রকাশ করেছেন অস্ট্রেলীয় পেসার জশ হেজলউডও। তিনি বলেছেন, “ভারতের কাছে এটা অবশ্যই একটা বড় ধাক্কা। ও তো মাঠে যন্ত্রণায় কাতরাচ্ছিল। চোটের মাত্রা কতটা গুরুতর, সেটা বোঝা যাবে স্ক্যান করার পরেই। তবে এটা মানতেই হবে শামির মতো বিশ্বমানের বোলার না থাকা ভারতীয় দলের চাপ আরও বাড়িয়ে দেবে। বক্সিং ডে টেস্টের আগে শামির না থাকা ভারতের কাজ আরও কঠিন করে দেবে বলেই আমি মনে করি।”