অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। এ বছর আর মাঠে নামা হচ্ছে না পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। গোড়ালির চোটে পড়া ২৮ বছর বয়সী তারকা জানুয়ারিতে মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। গত ১৩ ডিসেম্বর লিওঁর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পায়ে চোট পান নেইমার। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন তিনি। তার মাঠ ছেড়ে যাওয়ার দৃশ্য শঙ্কা তৈরি করেছিল ভক্তদের মনে। তবে পরে জানানো হয় চোট তেমন গুরুতর নয়। কিন্তু নেইমার এ বছর বাকি সময়ে আর মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়েছে।
‘হাড়ের কিছুটা আঘাত রয়েছে এবং এখনো সে চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। নেইমার জানুয়ারিতে মাঠে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। ’- শনিবার এক বিবৃতিতে জানায় পিএসজি। রবিবার লিলের বিপক্ষে ম্যাচ রয়েছে পিএসজির। একদিন আগে দলটির কোচ টমাস টুখেল নেইমারকে পাওয়ার ব্যাপারে আশার কথাই শুনিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা বাড়ল নেইমার ভক্তদের। এ বছর লিলের বিপক্ষে ম্যাচসহ দুটি ম্যাচ রয়েছেন পিএজসির। বৃহস্পতিবার বছরের শেষ ম্যাচ খেলবে তারা স্ত্রাসবুরের বিপক্ষে। পিএসজি আসলে নেইমারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না।
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনার বিপক্ষে খেলবে পিএসজি। সেই ম্যাচে পুরো ফিট নেইমারকে চায় দলটি। ২০১৭ সালে রেকর্ড পারিশ্রমিকে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর পিএসজির হয়ে টানা তিনটি লিগ শিরোপা জিতেছেন তিনি। গত মৌসুমে দলকে নিয়ে যান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে রানার্সআপ হয় ফরাসি ক্লাবটি।