লাইভে করোনার টিকা নিলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ৭১ বছর বয়সী নেতানিয়াহুর সঙ্গে এদিন টিকা নেন তার স্বাস্থ্যমন্ত্রীও। সেবা মেডিকেল সেন্টার থেকে এই দৃশ্য বিভিন্ন টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। টিকা নেয়ার পর বর্ষীয়ান এই রাজনীতিবিদ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমাকেই প্রথম টিকা দিতে বলেছি, যাতে সাধারণ মানুষ উৎসাহী হয় এবং সাহস পায়।

আগামী তিন সপ্তাহের মধ্যে নেতানিয়াহু ও তার স্বাস্থ্যমন্ত্রীকে একটি বুস্টার ডোজ নিতে হবে। আর সেটা নিলে তারা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকবেন। রবিবার থেকে ইসরায়েলের ১০টি হাসপাতাল ও বিভিন্ন টিকাদান কেন্দ্রে করোনার টিকা দেওয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রথমে স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা পাবেন। এরপর সর্বসাধারণের জন্য টিকাদান কর্মসূচি উন্মুক্ত করা হবে। তবে সেখানে ষাটোর্ধ্ব বয়সী নারী-পুরুষেরা অগ্রাধিকার পাবেন।

এটা হতে যাচ্ছে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। ফাইজারের ভ্যাকসিন ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। কোম্পানিটির দাবি, ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর। এখনও পর্যন্ত ছয়টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ পাওয়া যায়নি। এই টিকার ক্ষেত্রে একেবারে ভিন্ন ধরনের একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে যাতে মানবদেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে ‘প্রশিক্ষিত’ করে তোলার জন্য ভাইরাসটির জেনেটিক কোড শরীরে ইনজেক্ট করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?