অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডে পেলের পাশে বসেছেন লিওনেল মেসি। অসাধারণ এই কীর্তির জন্য আর্জেন্টাইন তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। শনিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। মেসি একটি গোল করেন, যে গোলে ছুঁয়েছেন পেলের রেকর্ড। বার্সেলোনার হয়ে মেসির গোল এখন ৬৪৩টি। আর ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে পেলের গোল ৬৪৩।
এক ক্লাবের হয়ে পেলে ও মেসির চেয়ে বেশি গোল নেই আর কারো। এমন একটি কীর্তিতে মেসিকে পাশে পেয়ে খুব খুশি পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘লিওনেল, ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তবে সবার আগে বার্সেলোনায় তোমার অসাধারণ এই ক্যারিয়ারের জন্য অভিনন্দন। ’১৯৫৬ থেকে ১৯৭৪, ১৮টি বছর সান্তোসেই পার করেছেন পেলে। মেসিও ২০০৪ সালে বার্সায় পেশাদার ক্যারিয়ার শুরুর পর এখনো সেখানেই রয়েছেন।
ক্লাবের প্রতি মেসির এই নিবেদনের ভূয়সী প্রশংসা করেছেন পেলে, ‘হৃদয় যখন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, ঠিকানা পরিবর্তন করাটা কঠিন। তোমার মতো আমিও ভালো করেই জানি, প্রতিদিন একই জার্সি পরার মর্মটা কী। তুমি আর আমি জানি, যেটাকে ঘর মনে করি তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। ’পেলে আরো লিখেন, ‘আমাদের মতো এত লম্বা সময় ধরে একই ক্লাবকে ভালোবেসে যাওয়ার গল্প ফুটবলে কমে আসছে। লিওনেল মেসি, আমি তোমার এই দিকটির প্রশংসা করি। ’