স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ ডিসেম্বর।। ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের পক্ষ থেকে রবিবার রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে দুই ঘণ্টার গণঅবস্থান আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে।মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে চাকমা সামাজিক পরিষদের পক্ষ থেকে এই গণঅবস্থান আন্দোলন কর্মসূচি পালন করা হয়।রাজধানী আগরতলা শহরে মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়ের সামনে এই অবস্থান আন্দোলন কর্মসূচি পালন করা হয়।
এখানে আন্দোলনকর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের নেতৃবৃন্দ বলেন তারা মোট ছয় দফা দাবির ভিত্তিতে রাজ্য জুড়ে এই দুই ঘণ্টার গণঅবস্থান আন্দোলন কর্মসূচি পালন করেছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চাকমা ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দিতে হবে। চাকমা কাস্টমারি ল কে সরকারি অনুমোদন দিতে হবে। এসি এবং ননএডিসি এলাকায় অবিলম্বে চাকমা শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করতে হবে।
রাজ্যে অবিলম্বে চাকমা সোসিও কালচারাল সোসাইটি স্থাপন করতে হবে।উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহাকুমায় বিন্দু লাল চাকমার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।নিহত বিন্দুলাল চাকমার পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে।এসব দাবি পূরণ না হলে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদ রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানানো হয়।আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করে বলেন রাজ্য সরকার তাদের দাবির প্রতি সহমর্মিতা পোষণ করবে বলে তারা মনে করেন।