অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। দুই ড্রয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে প্রতিপক্ষের মাঠে শনিবার ১-০ গোলে জিতেছে ছয়বারের চ্যাম্পিয়নরা। গত রাউন্ডে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ১-১ ড্রয়ের আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি। আগের ম্যাচ থেকে চারটি পরিবর্তন নিয়ে খেলতে নামা সিটি প্রথম দশ মিনিটে গোলের উদ্দেশে কোনো শট নিতে পারেনি।
১৫তম মিনিটে রদ্রি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি সিটি। পরের মিনিটেই দলকে এগিয়ে নেন স্টার্লিং। ডি-বক্সের ডান দিক থেকে কেভিন ডে ব্রুইনের বাড়ানো বলে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত ইংলিশ মিডফিল্ডার। বিরতির আগে কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু কাজে লাগতে পারেনি। দ্বিতীয়ার্ধের প্রথম আট মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পায় সফরকারীরা।
প্রথমে ফেররান তরেসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। পরে দুর্বল শটে হতাশ করেন বের্নার্দো সিলভা। ১৩ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে সিটি। ১৪ ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে সাউথ্যাম্পটন। দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৭-০ গোলে জেতা লিভারপুল ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে।