অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। রাশিয়ার বিপ্লবী নেতা ভ্লাদিমির লেনিনের মতো নিজ দেহ সংরক্ষণের ইচ্ছা প্রকাশ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির শেষ ইচ্ছে প্রকাশ করে যাওয়া চিঠি সামনে এসেছে। ১৩ অক্টোবর নিজের শেষ ইচ্ছা প্রকাশ করে সই করে গিয়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের বেল্লা ভিস্তায় বাবা-মার কবরের পাশে সমাহিত করা হয় তাকে। তবে ম্যারাডোনার ইচ্ছা ছিল তার দেহ সংরক্ষণ করা হোক, সঙ্গে তার ট্রফি। চিঠিতে তিনি লেখেন, ‘গভীর ভাবে চিন্তা করার পর, আমার ইচ্ছা যে আমার দেহ সংরক্ষণ করা হোক। সেখানেই রাখা থাক আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিস। মানুষ এসে তাদের ভালোবাসা জানিয়ে যাক সেখানেই।
’ম্যারাডোনার আইনজীবী মারিয়ো বাউড্রি জানিয়েছেন, কবর থেকে ম্যারাডোনার দেহ তুলে আনার ভাবনার কথা। তিনি বলেন, ‘এমন কোথাও সমাধি করা হোক যেখানে সব ভক্তরা আসতে পারবেন। এই ভাবনা ম্যারাডোনা তার ভাইদের সঙ্গেও আলোচনা করেন। ’আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত নেতা ভ্লাদিমির লেনিন ১৯২৪ সালে মারা যান। মস্কোর রেড স্কোয়ারে তার দেহ সংরক্ষণ করা রয়েছে।