অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। টেস্ট কিটে গলদ। দক্ষিণ কোরিয়া -র কোম্পানি এসডি বায়োসেন্সার্স ওপর সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) ৭ দিনের জন্য ব্যান করা হয়েছে৷ সিডিএসসিও জানিয়েছে, অ্যান্টিজেন টেস্ট কিটের আমদানি, বিক্রি এবং বণ্টনের উপর সাতদিনের নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ভারতে বিক্রির জন্য অনুমোদন পেতে যে কোনও র্যাপিড অ্যান্টিজেন কিটের ন্যূনতম ৯৫ শতাংশ নির্দিষ্টকরণ এবং ৫০ শতাংশ সংবেদনশীলতার প্রয়োজন হয়।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং এইমসের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার সংস্থার কিটের ৯৯.৩ থেকে ১০০ শতাংশ নির্দিষ্টকরণ ছিল। সংবেদনশীলতা ছিল ৫০.৬ থেকে ৮৪ শতাংশ। ফলে অধিকাংশ রিপোর্টই নেগেটিভ আসার সম্ভাবনা। এরপরে সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলারদের একটি নোটিশ পাঠিয়ে বিশেষ ব্যাচ নম্বরের সমস্ত কিট ব্যবহার না করার নির্দেশ জারি করা হয়েছে৷
ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার সংস্থাকে শো-কজ নোটিশ ধরিয়েছিল ভারতের নিয়ন্ত্রক সংস্থা। কেন সংস্থার লাইসেন্স বাতিল বা রদ করা হবে, তা জানতে চাওয়া হয়েছিল। সিডিএসসিও জানিয়েছে, এর কারণ দর্শাতে বলা হয়েছে ওই নির্দিষ্ট কোম্পানিকে৷ যদি তারা সেটা না করতে পারে তাহলে তাদের লাইসেন্স বাতিল বা নির্বাসিত করে দেওয়া হবে।