অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। ডিসেম্বর থেকে কোভিডবিধি মেনে খুলছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। তবে তাতে যোগ দেওয়ার আগে পড়ুয়াদের নির্দিষ্ট নিয়ম মানতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁরা দিল্লি এবং বাইরে থেকে হস্টেলে ফিরবেন, তাঁদের ক্লাসে যোগ দেওয়ার আগে সাত দিন সেলফ কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। এর আগে গত ৭ তারিখ আইআইটি-মাদ্রাজ খোলার পর করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে এক সপ্তাহের মধ্যেই তা ফের বন্ধ করে দিতে হয়েছিল।
পড়ুয়া, অশিক্ষক কর্মী-সহ প্রায় ৬৬ জন করোনা পজিটিভ হয়ে পড়েন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর। সেই ঝুঁকি এড়াতেই জেএনইউ কর্তৃপক্ষ পড়ুয়াদের ৭ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশিকা জারি করল মনে করা হচ্ছে। করোনার কারণে মার্চ থেকে টানা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সকলেরই পড়াশোনার ক্ষতি হচ্ছে। লাগাতার এই দাবি জানাচ্ছিল ছাত্র সংসদের সদস্যরা। তাদের দাবি মেনেই খোলা হচ্ছে জেএনইউ।