স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ২০ ডিসেম্বর।। অভাব-অনটনের কারণে এবং রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কমলাসাগর এর এক গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গৃহবধুটির নাম মিনা সরকার।জানা যায় দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূ নানা রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য বিভিন্ন ক্ষুদ্র বিনিয়োগকারী সংস্থার কাছ থেকে প্রচুর অর্থ ঋণ নিয়েছেন। বর্তমানে ঋণের টাকা মিটিয়ে দেওয়ার ক্ষমতা নেই পরিবারটির। চিকিৎসার জন্য অর্থের সংকট দেখা দিয়েছে।
ফলে চিকিৎসা করাতে পারছে না। একদিকে রোগ যন্ত্রণা ও অন্য দিকে ঋণের যন্ত্রণায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই গৃহবধূ।গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গৃহবধূর আত্মহত্যার সংবাদ এ এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।