স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৯ ডিসেম্বর।।কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আজ সংখ্যালঘু উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার ও বাস্তবায়ণ নিয়ে এক একদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালার উদ্বোধন করেন খাদ্য, জনসংভরণ ও যুবকল্যাণ, ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব৷ কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্পদায়ের উন্নতিকরণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ওয়াকফ বোর্ডের দখলক’ত সম্পত্তি পুনরুদ্ধারে রাজ্য সরকার সচেষ্ট৷ সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অংশীদার হয়ে নিজেদের সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি৷
তিনি আরও বলেন, ছেলে-মেয়েদের শিক্ষার জন্য সরকারি স্টাইপেণ্ড থেকে শুরু করে উচ্চশিক্ষার ক্ষেত্রে ও সংখ্যালঘু মুসলিমদের জন্য বহু সুুযোগ সুুবিধা আছে৷ সেগুলির সুুবিধা গ্রহণ করে নিজ সম্পদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ড ও ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজমদার৷ তিনি তাঁর ভাষণে বলেন, সংখ্যালঘু সম্পদায়ের মানুষের শিক্ষার উন্নয়নের উপর কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ মুসলিম নারীদের সশক্তিকরণে কেন্দ্রীয় সরকার সচেষ্ট এবং এই জন্য বর্তমান অর্থবর্ষে ১৮৫ কোটি টাকা বরাদ্দ করাহয়েছে৷
ত্রিপুরা সরকার এই উদ্দেশ্যে তাই ৫টি মাদ্রাসাকে আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়ে কাজ করছে৷ এদিনের কর্মশালায় স্বাগত ভাষণ রাখেন দুর্গাচৌমুহনী ব্লকের পঞ্চায়েত সম্পসারণ আধিকারিক অরজিত দেববর্মা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, সহসভাধিপতি অনাদি সরকার ও সংখ্যালঘু উন্নয়ন কর্পোরেশনের বোর্ড অব ডাইরেক্টরের সদস্য শহপরানউদ্দিন৷ কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস৷