আতঙ্ক বাড়াচ্ছে করোনা, লন্ডন-সহ ব্রিটেনের দক্ষিণাংশে ফের জারি লকডাউন

অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। করোনার তৃতীয় ঢেউয়ে ব্রিটেন। টিকাকরণ শুরু হলেও লন্ডন-সহ ব্রিটেনের করোনাভাইরাস ছড়িয়ে পড়া এলাকাগুলোতে ‘টিয়ার ফোর’ নিরাপত্তা সতর্কতা বা সর্বোচ্চ পর্যায়ের লকডাউন জারি হল। বড়দিনের আগে সংক্রমণ রোধে দু’সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা করল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ৩০ ডিসেম্বর লকডাউনের সিদ্ধান্তটি পর্যালোচনা করা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে, আজ রবিবার (২০ ডিসেম্বর) থেকে লন্ডন, সাউথ ইস্ট ও ইস্ট অব ইংল্যান্ডে এই লকডাউন কার্যকর হবে। এসব এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। লকডাউন এলাকার বাসিন্দাদের সরকারের পক্ষ থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। টিয়ার ফোর এলাকাগুলোতে ভ্রমণ সতর্কতাও জারি করা হয়েছে।

বরিস ও তাঁর বিজ্ঞান উপদেষ্টারা মনে করছেন, ভ্যাকসিন অবশ্যই কার্যকরী হবে। এবং এই নতুন ধরনের করোনা ভাইরাস বেশি বিপজ্জনকও হয়ে উঠবে না। কিন্তু নিয়ন্ত্রণে চলে আসা সংক্রমণের হার যাতে না বাড়ে তাই বাধ্যত এই সিদ্ধান্ত নিতেই হচ্ছে। জানানো হয়েছে, অফিস বা জরুরি কাজে ছাড়া বাইরে যাওয়া যাবে না। থাকতে হবে বাড়িতেই। জরুরি নয়, এমন ধরনের জিনিসের দোকান বা ব্যবসা বন্ধই থাকবে।

রেস্তোরাঁ কিংবা সিনেমা হল ও অন্যান্য বিনোদনের জায়গাও বন্ধ রাখা হবে। কেউ বাইরে সর্বোচ্চ একজনের সঙ্গে দেখা করতে পারবেন। তবে উৎসবের কথা মাথায় রেখে কেবল ২৫ ডিসেম্বর বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?