অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। দলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে শনিবারই বৈঠক করেছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধি এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও। এই বৈঠকের পরেই কংগ্রেসের অন্দরে শুরু হল রদবদল। সূত্রের খবর, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান ও তেলেঙ্গানায় দলের সংগঠনে বদল আনছেন সনিয়া।
উল্লেখ্য, হায়দরাবাদের পুরভোটে খারাপ ফলের দায় নিয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তেলেঙ্গানার কংগ্রেস সভাপতি উত্তম কুমার রেড্ডি। গুজরাতের উপনির্বাচনে খারাপ ফলের কারণে পদত্যাগ করেছেন সেখানকার প্রদেশ কংগ্রেস সভাপতি অমিত চাবদা।
এছাড়াও মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাটকে মহারাষ্ট্র বিধানসভায় কংগ্রেসের নেতাও করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ অগাস্ট সনিয়া গান্ধিকে চিঠি লিখেছিলেন দলের ২৩ জন নেতা। চিঠিতে এই বিক্ষুব্ধরা দলীয় নেতৃত্বকে আরও সক্রিয় হতে অনুরোধ করেছিলেন। তারপরেই দলের এই নেতাদের সঙ্গে শনিবার বৈঠকে বসেন সনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা।