অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। কাবুলে তীব্র গাড়িবোমা বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। সন্ত্রাসবাদী বিস্ফোরণে জখম হয়েছেন আরও ২০ জন। রবিবার সকালে এই বিস্ফোরণটি ঘটেছে।রবিবার এই তথ্য টুইটারে প্রকাশ করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আনদারাবি। আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, ‘কাবুল শহরে সন্ত্রাসবাদীরা আক্রমণ শানিয়েছে।
বিস্ফোরণে আমাদের ৯ জন নাগরিক মারা গিয়েছেন এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।’ দেশের মন্ত্রিসভার অন্যতম সদস্য ফারদৌস ফারামাজ মারফত জানা গিয়েছে, বিস্ফোরণস্থলে তিনটি গাড়িকে জ্বলতে দেখা গিয়েছে। তবে ওই গাড়িগুলিই বিস্ফোরণের উৎস নাকি, বিস্ফোরণের জেরে এগুলি জ্বলছে, সেটা পরিষ্কার হয়নি। আফগান নিরাপত্তা বাহিনী সূত্রেও এই খবর স্বীকার করা হয়েছে।
বলা হয়েছে, নাশকতা ঘটাতে কাবুলের পশ্চিম প্রান্তে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ব্যবহার করে সন্ত্রাসবাদীরা। বিস্ফোরণে হতাহতের খবর স্বীকার করেছে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রকও। জানা গিয়েছে, কাবুলের সংসদ সদস্য হাজি খান মহম্মদ ওয়ার্দাককে নিশানা করেই এই হামলা ঘটেছে। যদিও ওয়ার্দাক নিরাপদেই আছেন।