বামপন্থী ছাত্র যুব সংগঠনের যৌথ উদ্যোগে রক্তদান শিবির

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ ডিসেম্বর।। রবিবার ছাত্র-যুব ভবনে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ -এর আগরতলা অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানিয়েছেন, বামপন্থী যুব সংগঠন গুলি এ ধরনের রক্তদান শিবির ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে চলেছে। রাজ্যে প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতাল, হাপানিয়া এবং আইএলএস হাসপাতালে প্রতিদিন রক্তের অভাবে রোগীদের অবস্থা করুণ হয়ে পড়ছে।

বাম ছাত্র সংগঠন গুলি রোগীর পরিজনদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে মানবিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পাশাপাশি আগামী জানুয়ারি মাসে বছরের শুরুতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাম সংগঠনগুলি। রক্তদান, চক্ষুদান এবং দেহদানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করবে গোটা রাজ্যে। শনিবার কর্মসূচিতে প্রায় ৩০ জন রক্ত দাতা রক্ত দিয়ে তাৎপর্য ভূমিকা পালন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?