ইংলিশ প্রিমিয়ার লিগে বিপর্যস্ত আর্সেনাল এভারটনের কাছে হেরেছে

অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। ইংলিশ প্রিমিয়ার লিগে বিপর্যস্ত আর্সেনাল এভারটনের কাছে হেরেছে। মৌসুমের অষ্টম হারের দিন আর্সেনাল ১ গোল দিলেও হজম করেছে দুটি। এই জয়ের পর পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে এভারটন। এদিন আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া আর্সেনালকে সমতায় ফেরান নিকোলাস পেপে। এভারটনের জয়সূচক গোলটি করেন ইয়েরি মিনা। লিগে শেষ সাত ম্যাচে এটি আর্সেনালের পঞ্চম হার; অন্য দুটি ড্র। গত রাউন্ডে সাউথ্যাম্পটনের সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। সব মিলিয়ে আসরে ১৪ ম্যাচে এটি দলটির অষ্টম হার।

মৌসুমে এখন পর্যন্ত তাদের চেয়ে বেশি হেরেছে কেবল শেফিল্ড ইউনাইটেড; ১৩ ম্যাচে ১২ হার। চোটের কারণে ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াংকে এই ম্যাচে পায়নি আর্সেনাল। অধিনায়কের অভাব ম্যাচজুড়ে প্রবলভাবেই অনুভব করেছে তারা। ২২তম মিনিটে রব হোল্ডিংয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। চলতি আসরে দলটির জালে এটি তৃতীয় আত্মঘাতী গোল। ৩৫তম মিনিটে স্পট কিকে সমতা টানেন পেপে।

৪৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ক্যালভার্ট-লুইনের জোরালো শট এক হাতে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক বার্নড লেনো। সেই কর্নারেই কাছ থেকে হেডে আবার এভারটনকে এগিয়ে নেন মিনা। বাকি সময়ে অনেক চেষ্টা করেও ম্যাচে ফেরা হয়নি তাদের। ১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে এভারটনের পয়েন্ট হলো ২৬। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে আর্সেনাল। ১৯৭৪-৭৫ মৌসুমের পর লিগের এই পর্যায়ে এত কম পয়েন্ট এই প্রথম দেখতে হচ্ছে আর্সেনালকে।

উথ্যাম্পটনকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।
ক্রিস্টাল প্যালেসের মাঠে ৭-০ গোলে জেতা লিভারপুল ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার উপরে। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহ্যাম হটস্পার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?