দুবাইতে হট বিকিনিতে মিউজিক ভিডিও শুট করলেন এনা

অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। বাংলা সিনেমা এবং সিরিয়ালের জনপ্রিয় মুখ এনা সাহা। মিষ্টি হাসির এই অভিনেত্রীকে দর্শকদের বেশ পছন্দ। তবে, এবার সুন্দরী যে রূপে ধরা দিলেন, তাতে রাতের ঘুম উড়েছে অনুরাগীদের। দুবাইয়ে রোদ ঝলমলে আকাশের নীচে, বিপুল জলরাশির মাঝে বিলাসবহুল ইয়ার্টে মিউজিক ভিডিও শুট করলেন এনা। পরনে কখনও বাঘছাল প্রিন্টের বিকিনি, কখনও বা লাল বিকিনি টপের উপর সাদা লেসের শ্রাগ, ঠোঁটে গাড় লাল লিপস্টিক, খোলা চুল।

সাহসী, লাস্যময়ী অবতারে উষ্ণতার পারদ চড়ালেন টলিউডের নয়া প্রযোজক তথা অভিনেত্রী এনা সাহা। ভিডিওটি পোস্ট করে এনা লিখেছেন, ‘আজ তুমি যে চ্যালেঞ্জ গুলোর মুখোমুখি হচ্ছ, কাল সেগুলোই তোমাকে আরও শক্ত করে তুলবে। চ্যালেঞ্জ তোমাকে জীবনে আরও ভাল করে তোলে, তিক্ত নয়’। তবে অভিনয় নয় মাত্র ২৫ বছর বয়সেই তিনি প্রযোজক। বলিউডের তথাকথিত প্রথম সারির নায়িকা না হয়েও প্রায় আড়াই কোটির বাজেটের একটি মাল্টি স্টারকাস্ট ছবি বানিয়ে ফেলেছেন।

দিন তিনেক আগে তাঁর ছবি ‘এসওএস কলকাতা’র পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। এ ভাবেই আমাদের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি নতুন একটি সারপ্রাইজ নিয়ে আসব।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?